আগমন
Advertisement
তুমি এলে মনে তুমুল ঝড় এলো,তুমি এলে একটা ঝড় গেলো।
তুমি এলে নৌকার পালে দোলা লাগে,তুমি এলে সূর্য সোনালি হলো,নদীতে জোয়ার এলো আর মনে ভাটা।
তুমি এলে আকাশে ঘন সাদা মেঘ এলো,পাতাঝরা ডালে সবুজ পাতা এলো,এক জোড়া সাদা বেলি ফুটলো।
Advertisement
তুমি এলে পথে শিউলি ছড়িয়ে গেলো,গোলাপের কাঁটা ঝড়ে পড়লো,একটা ভ্রমরী রঙ্গনে বসলো,কাঠমালতি পথে ছড়িয়ে গেলো।
তুমি এলে একটা উষ্ণ বাতাস বয়ে যায়,আনন্দে কেশ খেলা করে,নয়নের তারা স্থির হয়ে যায়।
তোমার আগমন পৃথিবীকে ঘোলাটে করে ফেলে।
****
Advertisement
রিক্ত হয়ো না
এক পলকেই যেদিন গোধূলি আসবে,পৌষের বর্ষা দেখবে,মাঘে বাগান বিলাস ফুটবে,শরতের আকাশ হবে গোলাপি।
চিলের ডানায় তখন ঘুরে দেখবে কি কত ক্ষুদ্র এই প্রাণ?প্রজাপতির পাখায় কি ঘুরে বেড়াবে ফুলে ফুলে?বৃষ্টির ফোঁটা বেয়ে পা রাখবে ধরণীতে?ডাকাতিয়ায় মাছ হয়ে ঘুরে বেড়াবে বলো?
চলো তোমায় বিলের ঢেউ দেখাবো,ভোরের আকাশে নীল চাঁদ দেখাবো,বিস্তর মরুভূমির বৃষ্টি দেখাবো,শান্ত সাগরের ওপারে নিয়ে যাবো।
সুরহীন ঝরনা দেখবে তুমি?অথবা মেঘমুক্ত আকাশ?সূর্যের কান্না দেখবে বলো?অমাবস্যায় চাঁদ দেখবে আমার সাথে?
গোধূলির পূর্বাকাশে যেদিন পূর্ণচাঁদ আসবে আবার,তোমার আশা হবে আমার কল্পনা ছাড়বার!অত রিক্ত হয়ো না তুমি,তোমায় এক ডালে নয়রঙা ফুল দেবো।
এসইউ/এমএস