জাতীয়

ঘরে বসে যারা বলেন, তারা গরিবের জন্য কী করেছে

দুর্নীতির সুবিধার্থে বড় বড় মেগা প্রকল্প করেছে এ সরকার, কিন্তু গরিবের জন্য কিছুই করেনি। বিএনপির নেতাদের এমন বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘরে বসে যারা বলেন দরিদ্রদের জন্য কিছু করিনি, যখন ৪১ ভাগ ছিল দারিদ্র্য, তখন তারা ছিলেন ক্ষমতায়, কী করেছেন? আর আমরা ক্ষমতায় এসে সেটা ১৮ ভাগের নিচে নামিয়েছি।

Advertisement

শুক্রবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান ও যুক্তরাজ্য সফরের নানান দিক তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে ২ কোটি ৫০ লাখ দুস্থদের খাদ্য সহায়তা (ভিজিএফ) দিয়েছি। ৩৩ লাখ মানুষকে খাদ্য ও অর্থ সহায়তা (জিআর) দিয়েছি। কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা)/ কাজের বিনিময়ে টাকা (কাবিটা) ২৮ লাখ জনকে দিয়েছি। ওপেন মার্কেট সেল (ওএমএস)-এ ৪৫ লাখ জনকে খাদ্য দিয়েছি। খাদ্যবান্ধব কর্মসূচিতে ৬৩ লাখ মানুষকে খাদ্য দিয়েছি। বয়স্কভাতা কার্যক্রমে ৫৭ লাখ লোক উপকারভোগী। বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা কার্যক্রমে ২৪ লাখ ৭৫ হাজার জন উপকার পেয়েছে। ২৪ লাখ প্রতিবন্ধী ভাতা পেয়েছে। প্রাথমিক শিক্ষা স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য উপবৃত্তি কর্মসূচিতে ১ কোটি ৪০ লাখ ছাত্র-ছাত্রীকে বৃত্তি দিয়েছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা শিক্ষা স্তরের ছাত্র-ছাত্রীদের জন্য উপবৃত্তি ৫৭ লাখ জনকে দিয়েছি।

তিনি স্বীকার করে বলেন, এখন করোনার ধাক্কা ও যুদ্ধের ফলে আমদানি ব্যয় বেড়েছে। তাই দ্রব্যমূল্য একটু বেশি। মানুষের কষ্ট হচ্ছে, আমরা বুঝি।

Advertisement

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

এসইউজে/এমএইচআর/এএসএম