ট্রাকটর নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন ডাচ অভিনেত্রী মানন অসভার্ট। ২০০৫ সালে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। ইউরোপ, আফ্রিকা ভ্রমণ শেষে এখন তিনি দক্ষিণ মেরুতে। কেমন কাটছে মাননের দিন, চলুন দেখে আসি।ইচ্ছে থাকলেই উপায় হয়। এ প্রবাদ ষোলআনা খাঁটি। কেন বলছি? ডাচ অভিনেত্রী মানন ওসেভর্টের ধনুকভাঙা পণ তো সেকথাই বলছে। অশ্বমেধ নয়, ট্রাকটরেই বিশ্বজয়ের স্বপ্ন নিয়েবেরিয়ে পড়েছেন অভিনেত্রী। ২০০৫ সালে বাড়ি ছাড়লেন।ট্রাকটরে ইউরোপ,আফ্রিকা পাড়ি দিয়ে এখন পৌছেছেন বরফের দেশ আন্টার্কটিকায়। ট্রাকটর কন্যা হিসাবে ইতিমধ্যেই জনপ্রিয় এই ডাচ অভিনেত্রী। বরফের দেশে পা রেখে আহ্লাদে আটখানা অভিনেত্রী নিজেও। মনের জোরেই অসাধ্যসাধন করে ফেলেছেন মানন। দুর্গম অভিযানের প্রতিটি মুহুর্তই ছিল বিপজ্জনক, মাইনাস ছাপান্ন ডিগ্রি তাপমাত্রা। ট্রাকটরের ইঞ্জিনও বিকল হতে পারতো যেকোনও সময়। সব বাধা পেরিয়া দুর্গম দক্ষিণ মেরু অভিযান শেষ করে বাড়ি ফিরেই রোমাঞ্চকর সব অভিজ্ঞতা বই আকারে প্রকাশ করতে চান ডাচ অভিনেত্রী।
Advertisement