দেশজুড়ে

পদ্মায় জেলের জালে উঠে এলো শুশুক

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৫০ কেজি ওজনের একটি শুশুক।

Advertisement

শুক্রবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার হাসাইল এলাকা সংলগ্ন নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে উঠে আসে সাড়ে তিনফুট দৈর্ঘ্যের স্তন্যপায়ী প্রানীটি। পরে প্রানীটিকে নদীতীরবর্তী হাসাইল মাছ ঘাটে আনলে কয়েকশ নারী পুরুষ ভির জমায়।

লাকাবাসী জানান, ভরা বর্ষায় পদ্মা নদীতে প্রতিদিনই শুশুক পরিচিত গাঙ্গীয় ডলফিনকে নদীতে ঝাপাঝাপি করতে দেখা যায়। কিন্তু এগুলো জালে খুবই কম ধরা পড়ে। শুক্রবার সকালে স্থানীয় জেলে দাদন মান নদীতে জাল ফেললে উঠে আসে শুশুক।

জেলে দাদন মান বলেন, প্রতিদিনের মতো আজও নদীতে মাছ ধরতে যাই। ভোরে জাল ওঠানোর সময় বিশাল বড় মাছ আটকা পড়েছে ভেবে খুশি হয়ে ধীরে ধীরে জাল টানতে থাকি। এক পর্যায়ে দেখি এটি মাছ না শুশুক। এটি দেখতে আশপাশের অনেক লোক জমায়েত হয়। পরে শুশুকটিকে নদীতে ফেলে দেওয়া হয়েছে।

Advertisement

এ বিষয়ে টঙ্গীবাড়ী উপজেলার বন কর্মকর্তা হুমায়ুন কবির খান জাগো নিউজকে বলেন, বর্ষায় নদীতে পানি বাড়লে প্রায় সময় শুশুকের দেখা মেলে। শুশুক ধরা পড়ার বিষয়টি শুনেছি। পরে এটিকে কী করেছে জানি না। তবে পরবর্তীতে আমরা স্থানীয় চেয়ারম্যান ও আলোচনাসভায় সব জেলেদের বলে দেবো যেন এ প্রাণী ধরা পড়লে তাৎক্ষণিক অবমুক্ত করে দেওয়া হয়।

আরাফাত রায়হান সাকিব/এসজে/জিকেএস