খেলাধুলা

টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠালো নেদারল্যান্ডস

ওয়ানডে র‌্যাংকিংয়ে দুই প্রান্তের দুই দল বলা যায়। পাকিস্তান কিছুদিন আগেও ছিল ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে। এখন রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে নেদারল্যান্ডস রয়েছে ১৪তম স্থানে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল।

Advertisement

হায়দরাবাদের রাজিব গান্ধি ক্রিকেট স্টেডিয়ামে টস করতে নেমে জয় পেলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টস জিতে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আাজমকে।

ভারত বিশ্বকাপে মাঠের অবস্থা বিবেচনায় সবাই চায় পরে ব্যাট করতে। উইকেট ব্যাটিং অনুকূল হওয়ার কারণে লক্ষ্য তাড়া করে খেলাকেই অগ্রাধিকার দিচ্ছে সবাই। সে ভাবনা থেকেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।

পাকিস্তানের সামনে নেদারল্যান্ডস কিছুটা দুর্বল প্রতিপক্ষ হলেও ইনজুরি, অফফর্ম, ফিল্ডিংয়ে বেহাল অবস্থা মিলিয়ে পাকিস্তানিদের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। সে হিসেবে ডাচদেরও ম্যাচ জেতার সুযোগ রয়েছে। তবে মাঠে যে পক্ষ ভালো দক্ষতা দেখাতে ম্যাচ ঝঁকবে তাদের দিকেই। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত সম্পর্কে নেদারল্যান্ডস কোচ স্কট এডওয়ার্ডস বলেন, ‘উইকেট ভালো দেখাচ্ছে। মনে হচ্ছে ফ্লাডলাইটের আলোয় রান তাড়া করা সহজ হবে। এ কারণে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছি। গত কিছুদিন পাকিস্তানের বিপক্ষে খেলেছি। আশা করি ভালো ক্রিকেট খেলতে পারবো আজও।’

Advertisement

পাকিস্তান টস জিতলেও বোলিংয়ের সিদ্ধান্ত নিতো। বাবর আজম বললেন, তবুও উইকেট ভালো দেখাচ্ছে। শাহিন, হাসান আলি, হারিস রউফ রয়েছেন দলে। ২৯০ থেকে ৩০০ প্লাস স্কোরের লক্ষ্য পাকিস্তানের।

নেদারল্যান্ডস একাদশ

বিক্রমজিত সিং, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিডি, আরিয়ান দত্ত, তেজা নিদামানুরু, সাকিব জুলফিকার, লোগান ফন বিক, রোলফ ফন ডার মারউই, পল ফন মিকেরেন।

পাকিস্তান একাদশ

Advertisement

বাবর আজম (অধিনায়ক), ইমাম-উল হক, মোহাম্মদ রিজওয়ান, ফাখর জামান, হারিস রউফ, ইফতেখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, সৌদ শাকিল, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি।

আইএইচএস