খেলাধুলা

ভুল স্বীকার করে নিলেন মাশরাফি

সত্য বলায় মাশরাফির জুড়ি নেই। তেমনটি ভুল স্বীকারের ক্ষেত্রেও। ব্যাটসম্যানদের ভুলগুলোর কারণেই ভারতের কাছে ওভাবে বাংলাদেশ হেরেছে বলে স্বীকার করে নিলেন অধিনায়ক মাশরাফি। ভারতের বিপক্ষে দুই রানের আক্ষেপ কোন কিছুতেই যে ভুলবার মত নয়! নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা সময় জুড়েই ছিল ভারতের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গ। মাশরাফি বলেন, ‘মূল কথা হচ্ছে আমরা ভুল করেছি এটা অস্বীকার করার কোন কারন নেই। এই ভুল থেকে আমরা শিক্ষা নিতে পারি।’ ভুলগুলোকে ধরে বসে থাকতেও নারাজ বাংলাদেশ অধিনায়ক। ভারতের বিপক্ষে জয়ের বন্দরে দাঁড়িয়ে থেকে হেরে যাওয়াটা মেনে নিতে পারলেও যে বাংলাদেশ বড় দল হওয়ার পথে রয়েছে এটাও মনে করিয়ে দিলেন মাশরাফি। যদিও দলের সবাই মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত। এমন অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে আবার দলকে চাঙ্গা করার দায়িত্ব নিয়েছে খোদ অধিনায়ক নিজেই। দিয়ে দিলেন কিউই বধের মন্ত্রও। ‘সবাই শোকের মধ্যে আছে। সবাই কিন্তু আপসেট। কেউ কাউকে দোষ দিচ্ছে না। কিন্তু মেনেও নিতে পারছে না। এভাবেও হারতে হলো। এটা কঠিন মানিসকভাবে ফিরে আসাটা। তবে খেলোয়াড় হিসেবে ওখানে পড়ে থাকাটা ঠিক হবে না। ওটা নিয়ে চিন্তা করে আসলে কোন লাভ হবে না। আমি আগেও বলেছিলাম বাংলাদেশর ক্রিকেট ম্যাচ এখানেই থেমে থাকবে না। নিশ্চই সামনে ভালো কিছু আছে।’ ভারত ম্যাচের দিকে আর ফিরেও তাকাতে চান না মাশরাফি। দলের সকলকে সেই ম্যাচের কথা চিন্তা করতেও নিষেধ করে দিয়েছেন অধিনায়ক। ‘আমার পরিষ্কার মেসেজ এটাই, এটা নিয়ে চিন্তা করে আরও কোন লাভ নেই। এটা আর ফিরে আসবে না। সামনে আমাদের আরও একটি ম্যাচ ওখানেই ফোকাস দিতে হবে।’ আরআর/আইএইচএস/এমএস

Advertisement