অস্কারজয়ী সংগীত ব্যক্তিত্ব এর আর রহমান গত সেপ্টেম্বরে চেন্নাইয়ে তার কনসার্টের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর আবারও বিতর্কে জড়িয়েছেন এই সংগীত তারকা।
Advertisement
আরও পড়ুন: এক দশক পর হলিউডে এ আর রহমান!
‘অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া’ এ আর রহমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যে ২০১৮ সালে তিনি একটি কনসার্টের জন্য ২৯ লাখ রুপি নিয়েছিলেন। কিন্তু সেই কনসার্টে উপস্থিত হননি রহমান। এ আর রহমান এ বিষয়ে মুখ না খুললেও তার আইনজীবী সব অভিযোগ অস্বীকার করেন।
এ আর রহমানের ‘মারাকুমা নেঞ্জাম’-এ শ্লীলতাহানি, পদপিষ্টের মতো পরিস্থিতি এবং ভুয়া টিকিটের মতো একাধিক অভিযোগ উঠেছিল। অতিরিক্ত ভিড়ের কারণে বৈধ টিকিট থাকা সত্ত্বেও অনেককে ঢুকতে দেওয়া হয়নি।
Advertisement
এখন রহমান অন্য বিতর্কে জড়িয়ে পড়েছেন। কারণ তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সার্জনদের একটি সংগঠন ‘এসিসকন’। এ বিতর্কের উত্তরে এ আর রহমানের দল ওই সংস্থার বিরুদ্ধে মানহানির মামলা করে। ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ রুপি দাবি করা হয়েছে বলেও তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুন: দিলীপ কুমার থেকে হলেন এ আর রহমান, গান দিয়ে করেছেন বিশ্বজয়
তিনি ‘অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া’কে আইনি নোটিশ পাঠিয়ে তিন দিনের মধ্যে তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে বলেন। তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করেন এবং উল্লেখ করেন যে এই বিষয়ে যে থার্ডপার্টি জড়িত ছিল সেই সম্পর্কে তিনি জানতেন না।
এমএমএফ/এমএস
Advertisement