খেলাধুলা

ওয়েসলি বারেসির ব্যাটের দিকে তাকিয়ে নেদারল্যান্ডস

বিশ্বকাপে ফুটবল বা ক্রিকেট যাই হোক না কেন কয়েকটা দল থাকে তাদের লক্ষ্য শুধু অংশগ্রহণ। আসন্ন বিশ্বকাপে নেদারল্যান্ডস তেমনই একটি দল। অংশগ্রহণের পাশাপাশি এসব দলের আরো একটা লক্ষ্য থাকে- সম্ভব হলে একাধিক জয় নিয়ে স্বস্তির ঢেঁকুর তোলা। নেদারল্যান্ডসের লক্ষ্যও প্রায় একই। হঠাৎ করে জয়ের দেখা পেতে জ্বলে উঠতে হয় কাউকে না কাউকে। ক্রিকেটের ছোট্ট দেশে ওয়েসলি বারেসি তেমনই একজন।

Advertisement

দক্ষিণ আফ্রিকায় জম্ম নেওয়া বারেসি পুরোপুরি এক অলরাউন্ডার। বরং আরো বেশি কিছু। একদিকে ব্যাটার ও উইকেটরক্ষক। প্রয়োজনে বোলারদের পাশেও দাঁড়াতে পারেন। তবে মূল দায়িত্বটা ব্যাটিং ও উইকেটকিপিং। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার- বয়সে এবং ম্যাচ খেলায়। ২০১০ সালে অভিষেক বারেসি এ পর্যন্ত ৪৫ ওয়ানডে খেলেছেন।

বিশ্বকাপের আগে দারুণ ছন্দে রয়েছেন বারেসি। তার ব্যাটে যেনো চলছে বসন্ত। ছোটো দলের ব্যাটার হওয়ায় বাঘা বাঘা সব বোলারদের মোকাবেলা করতে হয় তাকে। তার মাঝেও বারেসির ব্যাট হেসে চলেছে। ৪৫ ম্যাচের ক্যারিয়ার বারেসি একবারই মাত্র সেঞ্চুরির দেখা পেয়েছেন। তার ব্যাট থেকে আসা হাফ সেঞ্চুরির সংখ্যা আটটি। এ বছরই দুই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। একটা তো তিন রানের জন্য তিন অঙ্কে রূপ নেয়নি।

বারেসি অবশ্য একবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন। গত বছরের আগস্টে আবার ফিরে আসেন। ভারতের মাটিতে একবারই খেলার সুযোগ পেয়েছেন বারেসি। সেই এক যুগ আগে ২০১১ সালে। সে সময়ে ৫ ম্যাচ খেলেছিলেন। ৫ ম্যাচে তিনি ১৪৩ রান করেছিলেন তিনি।

Advertisement

আইএইচএস/