আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। ওপেক প্লাসের বৈঠকে সামনে রেখে এমন চিত্র দেখা গেছে। আশঙ্কা করা হচ্ছে সুদের উচ্চ হারের কারণে তেলের চাহিদা কমতে পারে।
Advertisement
বুধবার (৪ অক্টোবর) সকালের দিকে গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ সেন্ট কমে ৯০ দশমিক ৮৬ ডলারের দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডয়েটের দাম ৫ সেন্ট কমে ৮৯ দশমিক ১৮ ডলারে কেনাবেচা হয়েছে।
আরও পড়ুন>জ্বালানি তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা কত দিন রাখবে রাশিয়া?
একদিকে সুদের উচ্চ হার অন্যদিকে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। এতেই চাহিদা কমছে তেলের। কারণ দুর্বল মুদ্রা দিয়ে তেল কেনাটা ব্যয়বহুল।
Advertisement
আইজি এর বাজার বিশ্লেষক ইয়েপ জুন রং বলেছেন, স্থিতিস্থাপক শ্রমবাজারর কারণে ফেডারেল রিজার্ভ সুদের উচ্চ হার দীর্ঘ মেয়াদে ধরে রাখতে পারে।
আরও পড়ুন>বিশ্ববাজারে গমের দাম নিম্নমুখী
অন্যদিকে বৈঠকে বসতে যাচ্ছে তেল উৎপাদকদের সংগঠন ওপেক প্লাস। মনে করা হচ্ছে উৎপাদন নীতি অপরিবর্তিত রাখতে পারে তারা। যদিও রাশিয়া ও সৌদি আরব তেলের উৎপাদন কমোনের মেয়াদ আরও বাড়িয়েছে।
সূত্র: রয়টার্স
Advertisement
এমএসএম