ক্যাম্পাস

ঢাবি উপাচার্যকে কানাডা সফরের আমন্ত্রণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে কানাডা সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার লিলি নিকোলস।

Advertisement

মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাবি উপাচার্য কার্যালয়ে এক সাক্ষাতে তিনি এ আমন্ত্রণ জানান। এ সময় রিজাইনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও উপাচার্য অধ্যাপক জেফ কেশেন উপস্থিত ছিলেন।

সাক্ষাতে কানাডার হাইকমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদারে উপাচার্য আখতারুজ্জামানকে কানাডা সফরের জন্য আমন্ত্রণ জানান।

তিনি বলেন, বাংলাদেশ এবং কানাডার মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ রয়েছে। দুদেশের মধ্যে চলমান শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Advertisement

উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগমন এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য কানাডার হাইকমিশনার এবং রিজাইনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

আল সাদী ভূঁইয়া/এমআইএইচএস/জেআইএম