রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডের কাঁচাবাজার এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. কবির (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক। অজ্ঞানপার্টির সদস্যরা তার অটোরিকশা, টাকা-পয়সা ও মোবাইল নিয়ে গেছে।
Advertisement
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে স্টমাক ওয়াশ দিয়ে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
এ বিষয়ে বিমানবন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোরহাব হোসেন জাগো নিউজকে বলেন, আমরা বিমানবন্দর জসীমউদ্দীন রোডের কাঁচাবাজারের সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে তাকে স্টমাক ওয়াশ দিয়ে ঢামেক হাসপাতালে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, সিএনজির লাইসেন্স থেকে তার নাম-পরিচয় জানতে পেরেছি। তিনি বরগুনার আমতলী উপজেলার সেলিম উদ্দিনের ছেলে। তার সঙ্গে কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অজ্ঞানপার্টির সদস্যরা তার সঙ্গে থাকা সবকিছু নিয়ে গেছে। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
Advertisement
কাজী আল-আমিন/এমএএইচ/এমএস