ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়াতে বার্ষিক প্রতিরক্ষা বিল অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। ওই বিলে বহিঃবিশ্বে মার্কিন যুদ্ধে পেন্টাগনের সাধারণ বাজেটে ৪৯৬ বিলিয়ন ডলারের সঙ্গে আরও ৬৪ ডলার যোগ করার অনুমোদন দেওয়া হয়েছে।অনুমোদিত ওই বাজেটের মধ্যে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করতে সিরিয়ান বিদ্রোহীদের দক্ষ করে তোলার জন্য তাদের দুই বছরের প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সাহায্য করার ব্যয়ও রয়েছে। হাউস অব রিপ্রেজেনটেটিভে এরইমধ্যে বিলটি পাস হয়েছে। বিলটি এখন প্রেসিডেন্ট বারাক ওবামার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
Advertisement