রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রাশিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি ইয়ামাল অরলান’।
Advertisement
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়েছে জাহাজটি। জাহাজটিতে দুই হাজার ১২১ মেট্রিক টন মালামাল রয়েছে।
বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স ইন্টার পোর্ট শিপিং এজেন্সি লিমিটেডের খুলনার ম্যানেজার অসীম কুমার সাহা জানান, গত ৩১ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি ইয়ামাল অরলাম। জাহাজটিতে থাকা ৬৬৮ প্যাকেজের মালামাল খালাসের কাজ শুরু হয় বিকেল থেকেই। এসব মালামালের বেশিরভাগ সড়কপথে এবং বাকিগুলো নদীপথে নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিপোতে।
এরআগে গত ১৬ সেপ্টেম্বর রূপপুর পারমাণবিক কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল ‘এমভি স্যাপোডিলা’।
Advertisement
আবু হোসাইন সুমন/এসআর/এএসএম