কয়েকজন বিশিষ্ট সাংবাদিক ও লেখকের বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ। নিউজক্লিক নামের একটি ওয়েবসাইটের তহবিল সংক্রান্ত তদন্তের অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানী দিল্লিতে ওই অভিযানের সময় সংশ্লিষ্ট লোকজনের মোবাইল এবং ল্যাপটপও জব্দ করা হয়।
Advertisement
নিউজক্লিক চীনের কাছে থেকে অবৈধভাবে তহবিল পেয়েছে এমন অভিযোগ উঠেছে। যদিও ওয়েবসাইটটি এমন অভিযোগ অস্বীকার করেছে। এই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সকালে প্রায় ১২ জনের বাড়িতে হানা দিয়েছে দিল্লি পুলিশের বিশেষ একটি দল। কিন্তু এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
আরও পড়ুন: কানাডার ৪১ কূটনীতিককে ফিরিয়ে নিতে বলেছে ভারত: রিপোর্ট
তবে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিকদের থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। গত আগস্টেই চীনা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছিল নিউজক্লিকের মালিক নেভিল সিংহমের বিরুদ্ধে। তারপরেই নিউজক্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
Advertisement
বেশ কয়েকদিন আগেই নিউজক্লিকের আর্থিক অনুদান নিয়ে তদন্ত শুরু করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই সময়ই অভিযোগ ওঠে যে, বেআইনিভাবে বিদেশি অনুদান নিয়েছে নিউজক্লিক। মূলত চীন থেকে অনুদান আসতো নিউজক্লিক। নিউজক্লিকের সাংবাদিক ও অন্যান্য কর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগই আনা হয়েছে।
মঙ্গলবার তল্লাশি চালিয়ে সাংবাদিকদের ল্যাপটপ ও ফোন বাজেয়াপ্ত করে দিল্লি পুলিশ। এর থেকেই তাদের জেরা করা হচ্ছে। তবে সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালিয়ে কী তথ্য মিলেছে সে বিষয়ে পরে তথ্য প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
কয়েকদিন আগেই অভিযোগ ওঠে যে, নেভিল রয় সিংহম নামের এক মার্কিন ধনকুবেরের মাধ্যমেই দক্ষিণ আফ্রিকা, ভারত এবং যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে মগজ ধোলাইয়ের কাজ করছে বেইজিং। দিল্লিতে নিউজক্লিক নামের একটি সংবাদ ওয়েবসাইট নেভিলের চীনা প্রচারের বিশাল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে অভিযোগ ওঠে। নিউজক্লিকে সিংহমের নেটওয়ার্কের মাধ্যমে অর্থ প্রদান করা হয়।
আরও পড়ুন: মহারাষ্ট্রের হাসপাতালে একদিনেই ১২ নবজাতকসহ ২৪ জনের মৃত্যু
Advertisement
ওই ওয়েবসাইটের প্রতিবেদনগুলোতে চীনা সরকারের পক্ষ নিয়ে কথা বলা হয়েছে। এর পরেই তদন্তকারী সংস্থাগুলো সিংহম এবং নিউজক্লিকের মধ্যে সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে শুরু করে। এরই অংশ হিসেবে ওই ওয়েবসাইটের সাংবাদিকদের বাড়িতে তল্লাশি চালানো হলো।
টিটিএন