সাহিত্য

শায়লা জাবীনের দুটি কবিতা

প্রস্থান

Advertisement

চলে যাওয়া মানে হারিয়ে ফেলা নয় থেমে যাওয়ার অর্থ ছিন্নতা নয়স্থবিরতা কখনোই বিদায় নয়না থাকাটা বরং পুরো অন্তরজুড়ে পোড়ায়কাঠ কয়লার আগুনের মতো অনুপস্থিতি আরও বেশি করে ভাবায়স্মিত হাসিও বেমালুম উবে যায় বিনি সুতোয় পড়ে টান, দিনরাত সব একাকার হয়ে খাবি খায় মৌনতায়, আচ্ছন্নতায়, মায়ায়...

চলে যাওয়া মানে...আরও বেশি করে রয়ে যাওয়া।।

বিদায়

Advertisement

বিদায় তাহলে,প্রার্থনায় মনে রেখো...সুরের মায়ায় গেঁথেছোহিয়ার মাঝে হেরেছো

বহুতল ভবন ডিঙিয়ে সফেদ কাশফুল পেরিয়ে সাতরঙা হৃদয় নিয়ে সাদাকালোয় ভাসছো...

গোলাপে কাঁটা থাকবেইমাকড়সা জাল বুনবেইস্বৈরাচার সমূলে নিপাত যাক পিঞ্জরে প্রণয় আটকা থাকনীরবে নিভৃতে যতনে জাকারান্ডার বনে

আমার সব কমজোড়িতে তুমি আছো,তোমার সবটাতেই আমি মিশে গেছি।।

Advertisement

এমআরএম/এএসএম