দেশজুড়ে

রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রাণ গেলো শিক্ষকের

কুমিল্লার লাকসামে ট্রেনে কাটা পড়ে সাইফুল ইসলাম (৩৫) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (২ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার দৌলতগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ ইউনিয়নের আউশপাড়া গ্রামের বাসিন্দা। তিনি লাকসাম বিএন উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক ছিলেন।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, লাকসাম-দৌলতগঞ্জ এলাকায় রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিলেন স্কুলশিক্ষক সাইফুল ইসলাম। এসময় ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার শরীরের একটি অংশ। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস