মালয়েশিয়ার তিনটি সাব-সেক্টরে বিদেশিকর্মী নিয়োগের আবেদন আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। সেলুন, টেক্সটাইল ও স্বর্ণের দোকান এ তিন সাব-সেক্টরের নিয়োগকর্তারা বিদেশিকর্মী নিয়োগের আবেদন করতে পারবেন। তবে আবেদনের ক্ষেত্রে ভারতীয় ব্যবসায়িক চেম্বারের নিবন্ধিত থাকতে হবে।
Advertisement
সোমবার (২ অক্টোবর) দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুধুমাত্র যারা বর্তমানে ব্যবসা করছেন এবং নতুন ব্যবসা নয়, তারা বিদেশি কর্মীদের জন্য আবেদন করার যোগ্য এবং আবেদনকারীকে অবশ্যই ভারতীয় ব্যবসায়িক চেম্বারের নিবন্ধিত হতে হবে।
এর আগে, সরকার সেপ্টেম্বরে তিনটি ব্যবসার জন্য ৭ হাজার ৫০০ বিদেশিকর্মী কোটার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে এ সেক্টরে এরই মধ্যে বিদ্যমান পাঁচ হাজার বিদেশি কর্মী রয়েছে।
সেলুন-টেক্সটাইল-স্বর্ণের দোকান। ছবি- সংগৃহীত
Advertisement
শিবকুমার বলেছেন, ৭ হাজার ৫০০ বিদেশি শ্রমিকের কোটা পূরণ হওয়ার পরে আবেদনের কোনো মেয়াদ বাড়ানো হবে না। সোমবার দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণকার ও টেক্সটাইল দোকানে বিদেশি কর্মীদের সংখ্যা মালয়েশিয়ান শ্রমিকদের সংখ্যার ১৫ শতাশের বেশি হতে পারে না, ব্যবসায়িক প্রাঙ্গণে ১ হাজার বর্গ মিটার থেকে ৫ হাজার বর্গ মিটার পর্যন্ত মেঝে এলাকা এবং ছোট দোকানে (২০০ বর্গ মিটার থেকে ৯৯৯ বর্গ মিটার) এতে তিন থেকে চারজন বিদেশিকর্মী নিয়োগ করতে হবে।
সেলুনের দোকানের মালিকদের অবশ্যই একটি স্বীকৃত মালয়েশিয়ান দক্ষতা সার্টিফিকেট থাকতে হবে। তাদের প্রাঙ্গণে প্রতি তিনটি নাপিত চেয়ারের জন্য একজন মালয়েশিয়ান এবং দুইজন বিদেশিকর্মী নিয়োগের অনুমতি রয়েছে।
শিবকুমার বলেন, নিয়োগকর্তাদের অবশ্যই শ্রম আইনের সব বিধান মেনে চলতে হবে। যার মধ্যে শ্রম বিভাগ দ্বারা প্রত্যায়িত বাসস্থান, মাসে ১,৫০০ ন্যূনতম মজুরি দিতে হবে এবং সামাজিক নিরাপত্তা সংস্থায় অবদান রাখতে হবে।
এমআরএম/এএসএম
Advertisement