দেশজুড়ে

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল যুবকের

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে ইস্রাফিজুর রহমান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

Advertisement

সোমবার (২ অক্টোবর) দিনগত রাত ১০টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইস্রাফিজুর রহমান শরীয়তপুর সদরের মজুমদারকান্দির বাসিন্দা আতাউর রহমান পেদার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইস্রাফিজুর মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫১-৪৪২৭) চালিয়ে ভাঙ্গা থেকে শরীয়তপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বরিশালগামী চাল বোঝাই একটি ট্রাক (ঝিনাইদহ মেট্রো-ট-১১-১০২১) পথে দাঁড়ানো ছিল। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনের দিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইস্রাফিজুরের মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। চাল বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জাগো নিউজকে বলেন, নিহতের পকেটে জাতীয় পরিচয়পত্র পেয়ে প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। তার পরিবারের লোকদের খবর দেওয়া হয়েছে। ট্রাকচালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

এন কে বি নয়ন/এমকেআর