খেলাধুলা

মাশরাফিদের জরিমানা করল আইসিসি

ভারতের চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের ফল অনেকটাই বাংলাদেশের পক্ষে ছিল। জয়টা ছিল অনেকটা সুনিশ্চিত। কিন্তু জয়ের এত কাছে এসেও হারতে হয়েছে টাইগারদের। তবে ভাগ্য সহায় ছিল না টাইগারদের। তাইতো পরাজয়ের সেই দু:খস্মৃতির সাথে যুক্ত হয়েছে জরিমানা। ম্যাচে স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ ও দলের অন্য সদস্যদের জরিমানা করা হয়েছে। শুক্রবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার সুপার টেনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বল করেছে বাংলাদেশ দল। আইসিসির ম্যাচ রেফারি ক্রিস ব্রড নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রত্যেক খেলোয়াড়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছেন। অন্যদিকে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার জরিমানা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ। মাশরাফি দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।আরএ/এমআর/পিআর

Advertisement