ফেনীতে ভাতা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াফাইরা। সোমবার (২ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফেনী জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
Advertisement
এ সময় বক্তারা বলেন, নার্সিং এ ৯০ শতাংশ স্টুডেন্ট মেয়ে।আমাদের সপ্তাহে দিন করে মর্নিং, ইভেনিং এবং নাইট ডিউটি করতে হচ্ছে। বর্তমানে আমাদের কোনো হোস্টেলের সুবিধা নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার, বাসা ভাড়া, থাকা-খাওয়া, যাতায়াত, হাত খরচ ইত্যাদি মিলিয়ে ৮-১০ হাজার টাকা খরচ হয়ে যায়। ইন্টার্ন ভাতা না পাওয়ায় আমাদের নিম্নমানের বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে এবং সেখানে আমাদের মেয়েদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। পড়াশোনা শেষ করে ইন্টার্নশিপ করা অবস্থায় বাসা থেকে টাকা এনে ইন্টার্নশিপ করাটাও আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছে।
আরও পড়ুন: ৬ দাবিতে আট সরকারি কলেজ শিক্ষকদের কর্মবিরতি
তারা আরও বলেন, জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা দিনরাত সমানতালে ভূমিকা রাখলেও তারা অবহেলিত ও বঞ্চিত। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও ইন্টার্ন চলাকালীন কোনো ভাতা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।
Advertisement
আবদুল্লাহ আল-মামুন/জেএস/জিকেএস