গাজীপুরের গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনি ম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
সোমবার (২ অক্টোবর) এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (মিডিয়া সেল) মো. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, সোমবার (২ অক্টোবর) ভোর ৩টা ২৯ মিনিটে গাজীপুরের গাছা এলাকার কলম্বিয়া রোডে ইউনি ম্যাক্স টেক্সটাইলের টিনশেড গোডাউন ও পাশের টিনশেড বাসায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৩টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। গাজীপুর ও টঙ্গী ফায়ার স্টেশনের ৬টি ইউনিট কাজ করে।
তিনি আরও বলেন, ভোর ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আর ৬টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতি ও উদ্ধারের পরিমাণ তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।
Advertisement
এমআরএম/জেআইএম