শিক্ষা

মালয়েশিয়ায় স্বর্ণপদক জিতলো বাংলাদেশের তরুণরা

আগুনের উৎস খুঁজে বের করে তা দ্রুত নেভানোর চেষ্টা করে— এমন রোবট উদ্ভাবন করে আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশের তরুণ রোবটিক দল ‘টিম অ্যাটলাস।’

Advertisement

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশনে’ এ পুরস্কার জিতে নেন বাংলাদেশি তরুণরা। প্রতিযোগিতার তাদের উদ্ভাবিত ‘ফায়ার ডিফেন্ডার’ আইটি অ্যান্ড রোবোটিকস বিভাগে প্রথম স্থান অর্জন করে।

মালয়েশিয়ার মাহশা ইউনিভার্সিটি ও ইন্দোনেশিয়া ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ এক্সিবিশনের আয়োজন করে। হাইব্রিড মডেলে এই এক্সিবিশন অনুষ্ঠিত হয়।

টিম অ্যাটলাসের দলনেতা সানি জুবায়ের জানান, তাদের উদ্ভাবিত ফায়ার ডিফেন্ডার সরাসরি আগুনের উৎস খুঁজে বের করে তা দ্রুত নেভানোর চেষ্টা করতে সক্ষম। স্বয়ংক্রিয় ও রিমোট— দুই প্রক্রিয়াতেই এটি নিয়োন্ত্রণ করা যায়। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ফায়ার ডিফেন্ডার রোবট আগুনে আক্রান্ত ব্যক্তির কাছে প্রাথমিক চিকিৎসার উপকরণও পৌঁছে দিতে সক্ষম।

Advertisement

আরও পড়ুন>> শেষ হলো বাংলাদেশ পর্ব, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার গন্তব্য পানামা)

তিনি বলেন, দুর্ঘটনাপূর্ণ বদ্ধ জায়গা থেকে কার্বন মনোক্সাইডযুক্ত বিষাক্ত ধোঁয়া টিউবের মাধ্যমে বাইরে বের করে দিতে রোবটটিতে যুক্ত আছে স্মোক ভ্যাকুয়াম। রোবটটি অ্যালুমিনিয়াম দিয়ে নির্মিত এবং প্রায় ১০০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে সক্ষম বলে দাবি তার।

পুরস্কারজয়ী রোবট ফায়ার ডিফেন্ডার উদ্ভাবনে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী টিম অ্যাটলাসে দলবদ্ধভাবে কাজ করেছেন। দলটির পরামর্শক হিসেবে কাজ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক সাইফুল ইসলাম।

গত ২২-২৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক্সিবিশনে ২০ দেশের চার শতাধিক টিম অংশ নেয়। প্রতিযোগিতায় পাঁচটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা।

Advertisement

বাংলাদেশ থেকে অংশ নেওয়া টিম অ্যাটলাসের সদস্যরা হলেন- সানি জুবায়ের (ব্র্যাক ইউনিভার্সিটি), শিহাব আহমেদ (নর্থ সাউথ ইউনিভার্সিটি), ফাহিম শাহরিয়ার (ঢাকা বিশ্ববিদ্যালয়), মেহরাব ইসলাম (ব্র্যাক ইউনিভার্সিটি) ও মেহরান ইসলাম (বিএএফ শাহীন কলেজ)।

অন্যদিকে অনলাইনে টিম অ্যাটলাস দলকে সহযোগিতা করেছেন সাকিবুল আহসান (ব্র্যাক ইউনিভার্সিটি) ও সানজিদা সিদ্দিকা (মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ)।

এএএইচ/ইএ/জিকেএস