আন্তর্জাতিক

শাটডাউন এড়ানোর বিলে বাইডেনের অনুমোদন

অবশেষে শাটডাউন এড়ানোর বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটি এখন আইনে পরিণত হলো। ফলে কেন্দ্রীয় সংস্থাগুলোতে অর্থায়ন অব্যাহত থাকবে। যদিও এর সময়কাল খুবই কম।

Advertisement

একেবারে শেষ মুহূর্তে স্বল্প-মেয়াদি ফান্ডিং বিল পাসে রাজি হয়েছে হাউজ ও সিনেট। এর আগে এই বিল প্রত্যাখ্যান করেছিল রিপাবলিকানরা। এতে শাটডাউেনের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সংস্থাগুলো।

আরও পড়ুন>শেষ মুহূর্তের চুক্তিতে শাটডাউন এড়ালো যুক্তরাষ্ট্রের সরকার

তবে বাধা অতিক্রম করে ১৭ নভেম্বর পর্যন্ত কার্যকর হওয়া এই ফান্ডিং বিলে সমর্থন মিলেছে। ডেডলাইনের মাত্র কয়েক মিনিট আগে বিলটিতে সই করেন প্রেসিডেন্ট জো বাইডেন।

Advertisement

বিলটি পাসের ফলে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সরকারি অর্থায়ন বজায় থাকবে। তবে গতকাল গভীর রাতে পাস হওয়া বিলে ইউক্রেনের জন্য নতুন কোনো সহায়তা রাখা হয়নি।

হাউস অব স্পিকার কেভিন ম্যাককার্থি ৪৫ দিনের এই তহবিল বিলের প্রস্তাব দেন। পরে তা কংগ্রেসের উভয় কক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভস ও সিনেটে পাস হয়। হাউস অব রিপ্রেজেনটেটিভে বিলটি ৩৩৫-৯১ ভোটে পাস হয়। আর সিনেটে পাস হয় ৮৮-৯ ভোটে।

এর আগে, নতুন অর্থায়ন বিল নিয়ে একদল কট্টর রিপাবলিকান সদস্য আপত্তি তোলায় আংশিক অচল হওয়ার ঝুঁকিতে পড়েছিল বাইডেন প্রশাসন।

বিলটি পাস না হলে রোববার (১ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে অচল হয়ে পড়তো মার্কিন সরকারের একটি বড় অংশ। কিন্তু শনিবার এক নাটকীয় পরিবর্তনের পর হাউজ রিপাবলিকানরা অস্থায়ী অর্থায়ন বিল পাসে সম্মতি দেন।

Advertisement

সূত্র: বিবিসি

এমএসএম