তথ্যপ্রযুক্তি

ঢাকায় বসছে এসএটিআরসি’র ৩ দিনব্যাপী ২৪তম সভা

দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাউন্সিল (এসএটিআরসি) সভা বসছে রাজধানী ঢাকায়। সোমবার (৩ অক্টোবর) তিন দিনব্যাপী এ কাউন্সিল সভা শুরু হবে, চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এটি দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিলের ২৪তম সভা।

Advertisement

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের উপ-পরিচালক মো. জাকির হোসেন খাঁন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ঢাকায় আগামী ৩-৫ অক্টোবর পর্যন্ত এসএটিআরসির এবারের কাউন্সিল সভা হবে। বিটিআরসি কাউন্সিল সভার সব প্রস্তুতি শেষ করেছে। সোমবার (৩ অক্টোবর) হোটেল লা মেরিডিয়ানের স্কাই বলরুমে সভার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে কাউন্সিলের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাকির হোসেন খাঁন আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোরশেদ জামান। 

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এবং এসএটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। স্বাগত বক্তব্য দেবেন এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির জেনারেল সেক্রেটারি ম্যাসানরি কন্দ।

কাউন্সিল সভায় সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরান, আফগানিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন। এছাড়া সদস্য রাষ্ট্রের মনোনীত ডেলিগেটরা ভার্চুয়ালি সভায় যুক্ত হবেন।

বিটিআরসি সূত্র জানায়, এবারের কাউন্সিল সভায় সদস্য রাষ্ট্রগুলোর টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিখাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ পলিসি এবং রেগুলেটরি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

এএএইচ/এমআরএম/এএসএম

Advertisement