তথ্যপ্রযুক্তি

ওয়াই-ফাই কেউ গোপনে ব্যবহার করছে কি না জানবেন যেভাবে

অনেক সময় দেখা যায় ঘরের ওয়াই-ফাইয়ের গতি ধীর হয়ে যাচ্ছে। বারবার সার্ভিসিং করিয়েও কাজ হচ্ছে না। যখনই কিছু ডাউনলোড করতে যাচ্ছেন তখনই স্পিড কমে যাচ্ছে। এমন সমস্যায় বর্তমানে অনেককেই পড়তে হচ্ছে। শুধু রাউটারের সমস্যা নয়, ওয়াই-ফাই হ্যাক হলেও কিন্তু এমন সমস্যা হতে পারে।

Advertisement

সহজ কিছু উপায়ে বুঝতে পারবেন আপনার ওয়াই-ফাই হ্যাক হয়েছে কি না। অর্থাৎ লুকিয়ে কারা আপনার ওয়াই-ফাই ব্যবহার করছে। ওয়াইফাই রাউটার হোক বা আপনার ফোনের হটস্পট, আপনার ওয়াইফাইয়ের সঙ্গে কতগুলো এবং কোন কোন ডিভাইস কানেক্ট রয়েছে, প্রথমে তা খুঁজে বের করা প্রয়োজন।

আরও পড়ুন: মোবাইল ফোন আসক্তি কমাবেন যেভাবে

মনে হতে পারে এটি ঝামেলার কাজ। কিন্তু একেবারেই তা নয়। সহজেই ওয়াই-ফাই রাউটার বা ফোনের ওয়াই-ফাই এর সঙ্গে কানেক্ট করা অন্য ডিভাইসকে সরিয়ে ফেলতে পারেন।

Advertisement

>> এজন্য আপনার ওয়াই-ফাই রাউটারে লগইন করুন, আপনি যে কোম্পানির রাউটারই ব্যবহার করেন, তাতে এটি সহজেই চেক করতে পারবেন।

>> রাউটারে লগইন করতে, ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড প্রয়োজন। এছাড়া হোমপেজে ডিফল্ট আইপি ঠিকানা পাওয়া যায়।

>> ওয়াই-ফাইয়ের সঙ্গে কানেক্ট করা ডিভাইসগুলো খুঁজে বের করতে, ক্রোম ব্রাউজারে আপনার রাউটারের আইপি ঠিকানাটি খুলুন এবং লগইন করুন।

>> এরপর আপনি দেখে নিতে পারবেন যে, আপনার ওয়াই-ফাইয়ের সঙ্গে কতগুলো ডিভাইস কানেক্ট হয়ে আছে। এবার আপনি যে যে ডিভাইসগুলো ডিসকানেক্ট করতে চান, সেগুলোকে সেখান থেকে সরিয়ে দিতে পারেন। সূত্র: মেক ইউজ অব

Advertisement

কেএসকে/এএসএম