গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের সহধর্মিণী সুলতানা রাজিয়া মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
Advertisement
শনিবার (৩০ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শারীরিক দুর্বলতাসহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এরই মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে বুধবার তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে শনিবার সকালে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শনিবার রাত ১২টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রোববার (১ অক্টোবর) বাদ জোহর টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে নামাজে জানাজা শেষে মরদেহ স্থানীয় বড় দেওড়া হযরত শাহ জালাল (রহ.) রোডস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন: জানাজায় অংশ নেয়নি বিএনপি, মীর জাফর বললেন আহ্বায়ক
Advertisement
সুলতানা রাজিয়ার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন, সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি, গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান টিটু, সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।
আমিনুল ইসলাম/জেএস/এমএস
Advertisement