দেশজুড়ে

শেখ হাসিনা ক্ষমতায় থাকায় শিক্ষার হার বেড়েছে: শাজাহান খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় দেশে শিক্ষার হার বেড়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

Advertisement

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলাকে বাল্যবিয়ে মুক্তকরণ সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় দেশে শিক্ষার হার বেড়েছে। তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করেছেন। শিক্ষার পরিবেশ থাকায় শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। তাই বাল্যবিয়ে গত সরকারের আমল থেকে অনেক কমেছে। বাল্যবিয়ে আরও কমাতে অবশ্যই শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের সবাইকে সচেতন হতে হবে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, মাদারীপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা আক্তার কণা প্রমুখ উপস্থিত ছিলেন মাদারীপুর।

Advertisement

আয়শা সিদ্দিকা আকাশী/এমআরআর/জেআইএম