দেশজুড়ে

সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ৮৫ জনের নামে মামলা

মিরসরাইয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে নিহতের ঘটনায় ৮৫ জনের নামে মামলা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে নিহতের মা বাদী হয়ে মামলাটি করেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

মামলায় মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: মিরসরাইয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম বলেন, নিহত রায়হান হোসেন রুমনের মা বাদী হয়ে মামলাটি করেন। ময়নাতদন্ত শেষে শনিবার বাদ আছর তাকে দাফন করা হয়।

Advertisement

এর আগে শুক্রবার বিকেলে উপজেলার আজমপুর বাজারে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় একজন নিহতসহ আরও অন্তত ২০ জন আহত হন।

আরএইচ/জেআইএম