কুড়িগ্রাম সদরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন মেঘনা খাতুন (২২) নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারী।
Advertisement
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় বাবাবাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত মেঘনা খাতুনের সঙ্গে দেড় বছর আগে পার্শ্ববর্তী সদরের কাঁচিচর এলাকার আপেল নামের এক যুবকের সঙ্গে বিয়ে হয়। তার স্বামী ঢাকায় একটি কারখানায় কর্মরত আছেন। ৯ মাসের অন্তঃসত্ত্বা থাকায় বাবাবাড়িতে থাকতেন ওই গৃহবধূ। শুক্রবার বিকেলে সবার অজান্তেই ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মেঘনা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জাগো নিউজকে বলেন, পাঁচগাছী ইউনিয়নে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ওই নারী মানসিকভাবে বিকারগস্ত ছিলেন। আমাদের অফিসার সেখানে গেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
ফজলুল করিম ফারাজী/এসজে/এএসএম