দেশজুড়ে

শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু বাক্কারকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

আবু বাক্কার কিশোরগঞ্জ সদর উপজেলার উত্তর কুরের পাড় পাটধা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কোম্পানি অধিনায়ক মো. আশরাফুল কবির।

র‌্যাব জানায়, ২০২১ সালের ২০ মার্চ কিশোরগঞ্জ সদর উপজেলায় চার বছরের শিশুকে একই এলাকার আবু বাক্কার অপহরণ করে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় শিশুটির পরিবার সদর মডেল থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করে।

Advertisement

পরে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার শেষে আসামিকে ২৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এই সাজা থেকে বাঁচতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

কেআরএম/জেডএইচ/এএসএম

Advertisement