জাতীয়

রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা, বৃদ্ধার মৃত্যু

রাজধানীর গুলশান থানার নদ্দা এলাকায় বাসের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ওই বৃদ্ধাকে ঢামেকে নিয়ে আসা পথচারী মো. জাহিদ হোসেন হৃদয় জানান, গুলশান থানার নদ্দা এলাকায় রাস্তা পারাপার সময় রাজধানী পরিবহনের একটি বাস ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে বলে জানিয়েছেন জাহিদ হোসেন।

দুর্ঘটনায় নিহত অজ্ঞাত নারীর পরিচয় মিলেছে। রাত ১০টার দিকে ঢামেকের মর্গে এসে মায়ের মরদেহ শনাক্ত করেন ওই বৃদ্ধার ছেলে। তিনি জানান, তার মায়ের নাম মোছা. সহেরা বেগম (৬৮)। ভাটারার নর্দা এলাকার ৬০ নম্বর বাসায় থাকতেন তিনি। নিহত বৃদ্ধার দুটি ছেলে রয়েছে।

Advertisement

যুবক বলেন, আমার মা দুদিন আগে মামা নুরুজ্জামানের বাসায় বেড়াতে যান। আজ বাসায় ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর/কেএএ/এমএস

Advertisement