চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আগামীর প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নির্মাণে শিক্ষাব্যবস্থার সম্প্রসারণে মনোযোগ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে চসিকের ৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ৬৫ হাজার শিক্ষার্থীর মধ্যে শিক্ষার আলো ছড়াচ্ছে। মেয়র হিসেবে শিক্ষাখাতে অর্থ বরাদ্দকে ব্যয় নয়, বিনিয়োগ মনে করি। কারণ আগামীর প্রজন্ম শিক্ষিত ও দক্ষ হয়ে উঠলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে জাতি অগ্রসর হবে।
Advertisement
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) চসিক পরিচালিত ৭টি স্কুলের বিভিন্ন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন মেয়র। পরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মোট ১৪ কোটি ৩৯ লাখ টাকার এ উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে- রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় এবং চরচাক্তাই সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠতলা ভিত বিশিষ্ট প্রথমতলা একাডেমিক ভবন নির্মাণ, কৃষ্ণ কুমারি সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাথরঘাটা মেনকা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠতলা ভিত বিশিষ্ট ষষ্ঠতলা একাডেমিক ভবন নির্মাণ, লামাবাজার এ এ এস সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় এবং ভুলুয়ার দিঘী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টমতলা ভিত বিশিষ্ট ষষ্ঠতলা একাডেমিক ভবন নির্মাণ এবং অর্পনাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, সলিমুল্যাহ বাচ্চু, জহর লাল হাজারী, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জালালুদ্দিন চৌধুরী, নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার সরকার।
Advertisement
ইকবাল হোসেন/এমএএইচ/এএসএম