রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জাহাজটি বন্দরে ভিড়ার পর বিকেল থেকে কয়লা খালাস শুরু হয়েছে।
Advertisement
আরও পড়ুন: ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ইন্দোনেশিয়া থেকে ৩১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে আসা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি বসুন্ধরা ম্যাজেস্টি শুক্রবার দুপুরে বন্দরের পশুর চ্যানেলের হারবাড়ীয়ার-১৩ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে। এরপর বিকেল থেকে শুরু হয় জাহাজটি থেকে এ কয়লা খালাস। পরে পরিবহন করে এ কয়লা তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নেওয়া হচ্ছে।
এর আগে ২৩ সেপ্টেম্বর (শনিবার) ৩১ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরে এসেছিলো এমভি বসুন্ধরা ইমপ্রেস।
Advertisement
আবু হোসাইন সুমন/আরএইচ/এএসএম