জাতীয়

চাকুর ভয় দেখিয়ে ছিনতাই করতো চক্রটি

রাজধানীর যাত্রাবাড়ী থেকে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন।

Advertisement

গ্রেফতাররা হলেন সাগর হোসেন (১৯), মো. আমিনুল ইসলাম (১৯), মো. আরিফ (৩৫), মো. আতাউর রহমান (৩২) ও মো. জুয়েল (২৯)।

এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম এসব তথ্য জানান।

Advertisement

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান জিনিস ছিনতাই করে আসছিলেন।

কাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দেওয়ার পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

টিটি/জেডএইচ/এমএস

Advertisement