বিশেষ প্রতিবেদন

সকালে উচ্ছেদ বিকেলে দখল

যানজটে নাকাল ঢাকাবাসীর ভোগান্তি আরো বাড়িয়েছে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান ও স্থাপনাগুলো। ফলে ফুটপাতে জায়গা না পেয়ে পথচারীদের হাঁটতে নেমে যেতে হচ্ছে সড়কে। এতে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, বাড়ছে যানজট অন্যদিকে সরকার দুর্ভোগ কমানোর চেষ্টা চালালেও তার সুফল পাওয়া যাচ্ছে না। নগরবাসীর ভোগান্তির কথা মাথায় রেখে সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অবৈধভাবে ফুটপাত দখল ও রাস্তার উপর অবৈধ পার্কিং বিরোধী অভিযান চালায় বিভিন্ন সময়।তবে তাদের এই চেষ্টা সব ক্ষেত্রে কার্যকর হচ্ছে, তা নয়। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ দখল ও ফুটপাতের দোকান উচ্ছেদের মতো কাজগুলো থেকে কোনো সুফল আসছে না। একদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, পরক্ষণেই সেগুলো দখল হয়ে যাচ্ছে।উচ্ছেদের দিন বিকেলেই অথবা পরদিন সকালে আবার দখল হয়ে যাচ্ছে ফুটপাত। দেখা যায়, একদিন সকালে যত আয়োজন নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়, সেদিন বিকেলেই বা তার পরদিন তত আয়োজন নিয়েই আবার গড়ে তোলা হয় অবৈধ স্থাপনা।  গত ১ মার্চ রাজধানীর মতিঝিল এলাকায় অবৈধভাবে ফুটপাত দখল ও রাস্তার উপর অবৈধ পার্কিংবিরোধী অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে উচ্ছেদ অভিযান শেষের কিছুক্ষণের মধ্যেই আবার আগের অবস্থা ফিরে পায় ফুটপাতগুলো। আবারো নতুন করে দোকান বসিয়ে রমরমা ব্যবসা চালাচ্ছেন ফুটপাতের দোকানিরা।বেশ কিছুদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ফুটপাতের দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদে জোর তৎপরতা চালাচ্ছে। মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হচ্ছে। কিন্তু এসব অভিযান শেষেও দেখা যাচ্ছে একই চিত্র। অভিযান শেষে সিটি করপোরেশনের লোকজন ফিরে যেতেই সেগুলো আবার দখল হয়ে যাচ্ছে।কিছুদিন আগেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, আবার দখল করে দোকান বসিয়েছেন কেন? এমন প্রশ্নের জবাবে মতিঝিলের ফুটপাতের অস্থায়ী দোকানী আবুল বাশার বলেন, ‘দোকান না দিলে খাবো কী? ফুটপাত কিংবা সড়ক দখল করে দোকান বসালে পথচারীদের অসুবিধা হয় আমরা তা বুঝি। কিন্তু আমাদের তো জায়গা দেয় না। আমাদের নির্দিষ্ট এবং স্থায়ী কোনো জায়গা দিলে আমরা চলে যাবো।’ফুটপাতে বসে ব্যবসা করতে অনেককে নিয়মিত টাকা দিতে হয় বলেও জানান বাশার। কাকে টাকা দিতে হয় জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। হেঁটে যাওয়ার জন্য ফুটপাত ঠিকমতো ব্যবহার করতে না পারায় বেসরকারি ব্যাংক কর্মকর্তা লিয়াকত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাস্তায় যানজট দেখে যে ফুটপাত দিয়ে হেঁটে যাবো তারো কোনো পরিস্থিতি নেই। পুরো ফুটপাত দখল করে বসানো হয়েছে দোকনপাট, রাস্তায় আবার যানজট, গাড়ির ভিড়। তাহলে আমরা হাঁটবো কোথায়? উচ্ছেদের পর আবার দখল হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাঈদ খোকনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, উচ্ছেদ অভিযানের পর আবার বেদখল হয়ে যাচ্ছে এটা ঠিক। এজন্য দরকার সম্মিলিত উদ্যোগ। আমরা অবশ্যই এর সমাধানে চেষ্টা করছি।এএসএ/এনএফ/পিআর

Advertisement