চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে আপন বড় ভাইয়ের হাতে সাদিকুল ইসলাম (৩২) নামে এক মাইক্রোবাসচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বালিয়াডাঙ্গার শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদিকুল ওই এলাকার আফসার আলী ওরফে পাঠানের ছেলে।
স্থানীয়রা জানান, নিহতের বড় ভাই শফিকুল ইসলামের স্ত্রী টাকা ধার নিয়েছিলেন সাদিকুল ইসলাম স্ত্রীর কাছে। এ টাকা নিয়ে সন্ধ্যায় তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে শফিকুল ইসলাম ছোট ভাই সাদিকুল ইসলামের পায়ে ও পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এলাকাবাসী সাদিকুল ইসলামকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুল ইসলাম পারিবারিক কলহের জের ধরে তার ছোট ভাই সাদিকুলের পা ও পেটে ছুরিকাঘাত করে। পরে তার পরিবারের লোকজন জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদিকুলকে মৃত ঘোষণা করেন।
Advertisement
পরে সদর উপজেলার পলশা এলাকায় অভিযান চালিয়ে বড় ভাই শফিকুল ইসলামকে আটক করে পুলিশ। মরদেহ জেলা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।সোহান মাহমুদ/জেএইচ