দেশজুড়ে

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আওয়ামী লীগ নেত্রী

রংপুরের তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আটটি পরিবারকে দৈনন্দিন ব্যবহার্য উপকরণ উপহার দিয়েছেন সুমনা আক্তার লিলি নামের এক আওয়ামী লীগ নেত্রী।

Advertisement

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুর্শা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রহিমাপুর মণ্ডলপাড়া গ্রামে এসব উপহারসামগ্রী বিতরণ করেন তিনি।

সুমনা আক্তার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও বর্তমানে রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

সুমনা আক্তার বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের একজন ক্ষুদ্র কর্মী। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এ আটটি পরিবারে আজ যেসব উপহার দেওয়া হলো তা আমার ব্যক্তিগত অর্থায়নে। তারপরও আমি এ উপহারসামগ্রী দিলাম প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

Advertisement

এসময় কুর্শা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ড মেম্বার তুহিনুর ইসলাম তুহিন, হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড মেম্বার শাহজালাল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জিতু কবীর/এসআর/জেআইএম