দেশজুড়ে

কাভার্ডভ্যান চাপায় আওয়ামী লীগ নেতা নিহত

নাটোরের বড়াইগ্রামে কাভার্ডভ্যান চাপায় সিদ্দিকুর রহমান খান (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া খাদ্যগুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিদ্দিকুর রহমান বনপাড়া পৌর শহরের অফিসপাড়ার মৃত রাজেন খানের ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ও পেশায় একজন ঠিকাদার ছিলেন।

পুলিশ জানায়, বনপাড়া বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন সিদ্দিকুর রহমান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে তিনি মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/জেআইএম