খেলাধুলা

মৌসুমের প্রথম হার, বিদায় নিলো ম্যানসিটি

নতুন মৌসুম শুরুর পর একে একে সব ম্যাচেই জয় আসছিলো ম্যানচেস্টার সিটির। তবে, এর সবই ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা চ্যাম্পিয়ন্স লিগে। কিন্তু কারাবাও কাপ নামে পরিচিত ইংলিশ লিগ কাপে খেলতে নেমেই পরাজয়ের স্বাদ নিতে হলো পেপ গার্দিওলার শিষ্যদের। নিউক্যাসলের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো গত আসরে ট্রেবল চ্যাম্পিয়নদের।

Advertisement

সেন্ট জেমস পার্কে নিউক্যাসলের হয়ে আলেকজান্ডার আইজ্যাক একমাত্র গোলটি করে বিদায় নিশ্চিত করেন ম্যানসিটির। ইংলিশ লিগ কাপে গত আসরের ফাইনালিস্ট ছিল নিউক্যাসল ইউনাইটেড। তাদের কাছে হেরে বিদায় নিলো আটবারের চ্যাম্পিয়নরা।

লিগ কাপের ম্যাচ। এ কারণে আর্লিং হালান্ড, কাইল ওয়াকার এবং ফিল ফোডেনকে বসিয়ে রেখেই দল সাজান কোচ পেপ গার্দিওলা। তবুও, প্রথমার্ধে বেশ চাপে রাখে তারা নিউক্যাসলকে। কিন্তু গোলটাই হলো না শুধু তাদের।

ধারার বিপরীতেই বলতে গেলে গোল হজম করে বসে ম্যানসিটি। ৫৩তম মিনিটে আলেকজান্ডার আইজ্যাক গোল করে কিউক্যাসলকে এগিয়ে দেন। আইজ্যাকও নিয়মিত একাদশে ছিলেন না। নিউক্যাসলের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ থাকায় দলের গুরুত্বপূর্ণ কয়েকজনকে বসিয়ে রেখে সুযোগ দেয়া হয় আলেকজান্ডার আইজ্যাককে। সে সুযোগটাই তিনি কাজে লাগিয়ে দিলেন।

Advertisement

জোয়েলিন্টন দুর্দান্ত এক ড্রিবলে বলকে নিয়ন্ত্রনে নিয়ে ক্রস করেন পেনাল্টি এরিয়ায়। চারজন সিটি ডিফেন্ডার চেষ্টা করেও সেই বলকে থামাতে পারেননি। বল চলে যায় আইজ্যাকের পায়ে। সেই বলটিই তিনি জড়িয়ে দেন সিটির জালে।

দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ফিল ফোডেন এবং জেরেমি ডোকু। কিন্তু দলকে সমতায়ও ফেরাতে পারেননি তারা। হালান্ড শেষ পর্যন্ত বেঞ্চেই বসে থাকেন এবং দলের পরাজয় দেখেন। আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ দুটি সহজ সুযোগ পেয়ে নষ্ট করে ফেলেন।

আইএইচএস/

Advertisement