দেশজুড়ে

দিনাজপুরে প্রকাশ্যে নারী হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা

দিনাজপুরে জয়া বর্মণ (৩৫) নামের এক নারী হোটেল শ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে শহরের মীজাপুর বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

জয়া বর্মণ (৩৫) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বানডাঙ্গা গ্রামের সপাল রায়ের স্ত্রী। তারা দিনাজপুর শহরের ফকিরপাড়া মহল্লায় আব্দুস সামাদের বাসায় বাড়া থাকেন।

জয়া দিনাজপুর বাস টামিনালে হোটেল সাউদিয়ায় কর্মরত ছিলেন। তার স্বামী সপাল রায় একটি ট্রাকটারের শো রুমে কাজ করেন।

আরও পড়ুন: স’মিলের করাতে প্রাণ গেল শ্রমিকের

Advertisement

স্থানীয়রা জানান, সন্ধ্যায় হোটেলের কাজ শেষে বাড়ি ফিরছিলেন জয়া বর্মণ। কালুর মোড়ে বিসমিল্লাহ হোটেলের সামনে পৌঁছালে অজ্ঞাত নামা এক ব্যক্তি তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয়রা একটি হাতের কজ্বি বিচ্ছিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়।

আব্দুল মালেক নামের এক পথচারী জানান, সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে রাস্তায় ফেলে কোপাতে থাকে। পরে ওই ব্যক্তি পালিয়ে যান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) মো. ফরিদ হোসেন জানান, মরদেহ হাসপাতালে হিমঘরে রয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।

এমদাদুল হক মিলন/আরএইচ/এএসএম

Advertisement