২০ বছরের সাধনা। ফুটবল নিয়ে নানা কসরত করতে করতে রপ্ত করেছেন কীভাবে ফুটবল মাথায় নিয়ে থাকা যায়। চাইলে মাথায় ফুটবল নিয়ে যেকোনো কাজই করতে পারেন তিনি। শুধু ঘুমানোর সময় নামিয়ে রাখতে হয়। এ ফুটবল নিয়েই অনেক স্বপ্ন তার। এরই মধ্যে গিনেস বুকে গড়েছেন রেকর্ড।
Advertisement
বলছি ‘ফুটবলমানব’ মাসুদ রানার কথা। দুদিনের সফরে জামালপুরে এসে জেলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বল মাথায় নিয়ে বিভিন্ন কসরত করতে দেখা মাসুদ রানাকে। মাসুদ রানা খুলনার ডুমুরিয়া থানার বরুনা এলাকার মৃত শামসুর রহমান মোল্লার ছেলে। তবে জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। মাথায় ফুটবল নিয়ে ৪৪ সেকেন্ড ৯৫ পয়েন্টে দ্রুত সাঁতার কেটে গিনেস বুকে নাম লিখিয়েছেন। ফুটবলের বিভিন্ন কসরত দেখাতে সিদ্ধহস্ত তিনি। তার ইচ্ছা দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব দরবারে তুলে ধরা।
মাসুদ রানা বলেন, আমি আরও রেকর্ড করতে চাই। এজন্য তিনি বিশ্বের সব দেশে যেতে চাই। বিশেষ করে যেসব দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, সেসব দেশে যেতে চাই। এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফ) চেয়ারম্যান কাজী সালাউদ্দিনের সহযোগিতা কামনা করেন তিনি।
Advertisement
জামালপুর নবাগত জেলা প্রশাসক শফিউর রহমান জাগো নিউজকে বলেন, ফুটবলমানব মাসুদ রানা গতকাল এ জেলায় এসেছেন। তাকে রাতে সার্কিট হাউজে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
নাসিম উদ্দিন/এসআর/জিকেএস