বয়সটা মাত্র ২৪ হয়েছে। আছেন ওয়ানডে বিশ্বকাপের দলে। সামনে বিশাল সম্ভাবনায় ক্যারিয়ার রেখেও কিনা অবসরের ঘোষণা দিয়ে বসলেন নাভিন উল হক!
Advertisement
হ্যাঁ, আফগানিস্তানের এই পেসার আজ (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দিয়েছেন ওয়ানডে থেকে আকস্মিক অবসরের ঘোষণা। তবে এখনই নয়, বিশ্বকাপ খেলে এই ফরম্যাটকে বিদায় বলবেন নাভিন।
নাভিন জানিয়েছেন, ক্যারিয়ার দীর্ঘ করার জন্য ৫০ ওভারের খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে টি-টোয়েন্টি ফরম্যাটটা চালিয়ে যাবেন।
২০১৬ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় নাভিনের। দেশের হয়ে এখন পর্যন্ত ৭টি ওয়ানডে খেলেছেন নাভিন। নিয়েছেন ১৪টি উইকেট। সেরা বোলিং ফিগার ৪/৪২।
Advertisement
নাভিন বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ জনপ্রিয় নাম। লখনৌ সুপারজায়ান্টসের হয়ে খেলেছেন আইপিএলেও।
এমএমআর/জিকেএস