দেশজুড়ে

গাছের চারা পেলো ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থী

টাঙ্গাইলের সখীপুর উপজেলার ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন-অর-রশিদ।

Advertisement

আরও পড়ুন: মিরসরাইয়ে ১৫০ শিক্ষার্থী পেলো গাছের চারা 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে এসময় কালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম কামরুল হাসান, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন মাস্টার, প্রতিষ্ঠাতা সভাপতি আলী আহম্মেদ তালুকদার, ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মো. আবদুল কাদের মর্ত্তুজা প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে তোমাদের (শিক্ষার্থীদের) দক্ষতা অর্জন করতে হবে। সমাজের নানা স্তরে অবদান রেখে সফল ও সার্থক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

Advertisement

আরএইচ/জিকেএস