রিল্যায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক পদে বসলে তার জন্য কোনো বেতন পাবেন না মুকেশ আম্বানির তিন ছেলেমেয়ে। কেবল পর্ষদ ও কমিটির বৈঠকগুলোতে অংশ নিলে তার জন্য একটি ফি পাবেন তারা। রিলায়েন্সের পরিচালনা পর্ষদে আম্বানির সন্তানদের নিয়োগ প্রসঙ্গে শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক নোটিশে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
Advertisement
রিলায়েন্সের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে ২০২০-২১ আর্থিক বছর থেকে কোনো বেতন নেন না বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানি। তবে তার দূরসম্পর্কের আত্মীয় নিখিল ও হিতাল মেসওয়ানি রিলায়েন্সের কর্মকর্তা হিসেবে মোটা অংকের বেতন পান।
আরও পড়ুন>> মুকেশ আম্বানির সম্পদের উত্তরাধিকার কারা?
মুকেশের তিন সন্তান আকাশ, ইশা ও অনন্ত পরিচালনা পর্ষদের সদস্য হলে কেবল বৈঠকী ফি এবং কোম্পানির মোট মুনাফা থেকে একটি কমিশন পাবেন।
Advertisement
এর আগে, ২০১৪ সালে একই শর্তেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালক হয়েছিলেন মুকেশের স্ত্রী নিতা আম্বানি। কোম্পানির সবশেষ বার্ষিক প্রতিবেদন বলছে, ২০২২-২৩ আর্থিক বছরে (২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মার্চ) বৈঠকী ফি হিসেবে ছয় লাখ রুপি এবং কমিশন হিসেবে দুই কোটি রুপি আয় করেছেন মুকেশপত্নি।
আরও পড়ুন>> ভারতের দুই শীর্ষ ধনীর স্ত্রীদের খুঁটিনাটি
গত মাসে কোম্পানির শেয়ারহোল্ডারদের বার্ষিক সভায় মুকেশ আম্বানি ঘোষণা দিয়েছিলেন, তার তিন সন্তানকে রিলায়েন্সের পরিচালনা পর্ষদে (বিওডি) অন্তর্ভুক্ত করা হবে।
নিজে আরও পাঁচ বছরের জন্য কোম্পানির চেয়ারম্যান ও সিইও পদে থাকবেন এবং এর পরবর্তী প্রজন্মের নেতাদের গ্রুমিং ও ক্ষমতায়নে মনোনিবেশ করবেন বলেও জানিয়েছিলেন এ ধনকুবের।
Advertisement
আরও পড়ুন>> দীর্ঘদিনের কর্মীকে ১৫০০ কোটি রুপির বাড়ি উপহার মুকেশ আম্বানির
রিলায়েন্সের ব্যবসা মূলত পাঁচটি খাতে বিস্তৃত- তেল থেকে রাসায়নিক (ওটুসি), টেলিকম ও ডিজিটাল, খুচরা পণ্য, নতুন জ্বালানি এবং সম্প্রতি চালু করা আর্থিক সেবা।
২০২২ সালে প্রথমবারের মতো কোম্পানির উত্তরাধিকার পরিকল্পনার কথা প্রকাশ করেন মুকেশ আম্বানি। তিনি ঘোষণা দেন, তার তিন সন্তানের প্রত্যেকে কোম্পানির বিভিন্ন বিভাগের প্রধান হবেন (আকাশ টেলিকম শাখার প্রধান, ইশা খুচরা ব্যবসার প্রধান এবং অনন্ত নতুন জ্বালানি শাখার প্রধান)।
আরও পড়ুন>> বিয়ের সানাই আম্বানি পরিবারে, বাগদান সারলেন অনন্ত-রাধিকা
তবে রিলায়েন্সের মূল ব্যবসা ওটুসি বিভাগের জন্য এখন পর্যন্ত কোনো উত্তরাধিকার পরিকল্পনা প্রকাশ করেননি আম্বানি।
সূত্র: এনডিটিভিকেএএ/