রাজশাহীতে ‘পাঁচ টাকার হাট’ চালু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বুধবার (২৭ সেপ্টেম্বর) শহরের একটি কমিউনিটি সেন্টারে অসহায় মানুষের জন্য ব্যতিক্রমী হাট বসায় এ ফাউন্ডেশন।
Advertisement
ক্রেতারা চাল, ডাল, তেল, আটা, লবণ, ডিম, মুরগি, মাছ, শাকসবজি, স্যান্ডেল, টি শার্ট, বাচ্চাদের শিক্ষাসামগ্রীসহ নানা পণ্য কিনতে পেরেছেন। এমন প্রতিকী মূল্যের হাট দেখে ক্রেতাদের মধ্যেও বেশ আগ্রহ দেখা যায়।
হাটে এক টাকায় এক কেজি চাল, এক টাকা এক কেজি ডাল, দুই টাকায় ১২টি ডিম, পাঁচ টাকায় আস্ত মুরগি, মাছসহ এমন ২০ ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ ১০ টাকার বাজার করতে পারবেন।
হাটে আসা রিকশাচালক মো. মাহিদুর বলেন, অল্প দামে এতো কিছু পাবো ভাবতেই পারিনি। শুরুতে যখন বলেছিল মনে করছিলাম মজা করছে। পরে দেখি সত্যি।
Advertisement
আরও পড়ুন: তিন টাকায় চাল, চার টাকায় ডাল মিলছে হ্যাপিনেস স্টোরে
নাদিরা নামের এক গৃহকর্মী বলেন, এতো কম দাম আগে দেখিনি। এর আগেও নাকি রাজশাহীতে তারা এ ধরনের বাজার বসিয়েছেন। তখন আমি জানতে পারিনি। আজকে নিজে কিনেছি। ডিম, মাছ ও ছেলে স্যান্ডেল কিনেছি। কেনা শেষে আবার কালাইয়ের রুটিও খেয়েছি।
আয়োজকরা বলছেন, তৃতীয় লিঙ্গের ৩০ জন, প্রতিবন্ধী ৩৫, আদিবাসী ৩০ ও ৬০ বছরের অধিক দুস্থ মানুষদের দিক বিবেচনা করে দুই শতাধিক মানুষকে বাজার করার সুযোগ দেওয়া হয়েছে।
বিদ্যানন্দের রাজশাহীর প্রধান মৌসুমি আক্তার বলেন, বাজারে সর্বনিম্ন এক টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ টাকায় পণ্য পাওয়া যায়। প্রতিটি পরিবার যেন সমান পরিমাণ জিনিস পায়, সেটা নিশ্চিত করতে আমরা কিছু নিয়ম করে দিয়েছি। ফলে যে যাই নিক, সমান সাতশত টাকার পণ্যই পাবে এ নিয়মে। যেহেতু পণ্যের দাম এক থেকে পাঁচ টাকার মধ্যে তাই এ হাটের নাম পাঁচ টাকার হাট।
Advertisement
সাখাওয়াত হোসেন/আরএইচ/জেআইএম