বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় আসরে ক্রিকেট জুয়ায় লিপ্ত হওয়ার অপরাধে দেশি-বিদেশি ৯ খেলোয়াড় ও কর্মকর্তাকে অভিযুক্ত করে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (আকসু)। কিন্তু অ্যান্টিকরাপশন ট্রাইব্যুনাল অভিযুক্তদের ছয়জনকে `মুক্তি` দেওয়ায় অসন্তুষ্ট বিসিবি ও আইসিসি আপিলের সিদ্ধান্ত নেয় অনেক আগেই। সম্প্রতি সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ায় একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আপিল করার চূড়ান্ত ঘোষণা দিয়েছে আইসিসি ও বিসিবি।রায়ের কপি পাওয়ার পর আরেকটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, আইসিসি ও বিসিবি আজ নিশ্চিত করছে যে বিসিবির অ্যান্টিকরাপশন ট্রাইব্যুনাল ঘোষিত রায়ের বিরুদ্ধে আপিল করবে।আইসিসি ও বিসিবি যৌথভাবে আপিল করবে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের কাছে। এক সদস্যের সেই প্যানেলে আছেন সাবেক বিচারপতি আব্দুর রশিদ। এ ব্যাপারে আইসিসি ও বিসিবি প্রেরিত যৌথ বিবৃতিতে আইসিসির এক মুখপাত্রকে উদ্ধৃত করা হয়, অ্যান্টিকরাপশন ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় আমরা পেয়েছি। এ অবস্থায় প্রাথমিকভাবে আমরা বিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের কাছে আপিল করব। যদি প্রয়োজন হয়, তাহলে দ্বিতীয় পর্যায়ে আমরা সুইজারল্যান্ডে অবস্থিত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আপিল করব।তাঁকে উদ্ধৃত করে আরও বলা হয়, আইসিসি মনে করে কারো কারো সম্পৃক্ততা সঠিকভাবে নিরূপণ করা হয়নি। পূর্ণাঙ্গ রায়ের কপি পর্যবেক্ষণের পর আইসিসি মনে করছে, এর বিরুদ্ধে আপিল করা জরুরি এবং এ ক্ষেত্রে আইসিসির দাবি অত্যন্ত জোরালো। সর্বোপরি, আমাদের দৃষ্টিতে ভুল এ রায়ের বিরুদ্ধে আপিল না করলে সেটি বিশ্ব ক্রিকেটে ভুল বার্তা দেবে।এদিকে প্রাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন মোহাম্মদ আশরাফুলও। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য জাতীয় দলের সাবেক অধিনায়ককেও দাঁড়াতে হবে বিসিবির ডিসিপ্লিনারি প্যানেলের সামনে।
Advertisement