জাতীয়

চট্টগ্রামে ১৬ জুয়াড়ি গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে জুয়া খেলার অপরাধে ১৬ জনকে গ্রেফতারের কথা বলছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাতে কোতোয়ালি থানাধীন দোস্ত বিল্ডিং থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দোস্ত বিল্ডিংয়ের শিল্পী একাডেমি থেকে জুয়া খেলার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়। তাদের সিএমপি অর্ডিনেন্সে ৯৪ ধারায় মামলা দিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এমডিআইএইচ/এমআইএইচএস/জেআইএম

Advertisement