দেশজুড়ে

ইঁদুর ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেলো যুবকের

রংপুরের পীরগঞ্জে ইঁদুর ধরতে গিয়ে বজ্রপাতে ভেনচন হালজা (২৫) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের সন্ডলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভেনচন হালজা ওই ইউনিয়নের গারোপাড়া গ্রামের থোতে হালজার ছেলে।

চতরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুর রহিম প্রধান জাগো নিউজকে জানান, সকালে বাড়ি থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে সন্ডলপুর গ্রামে ধানক্ষেতে ইঁদুর ধরতে গিয়েছিলেল ভেনচন। দুপুর ১২টার দিকে বৃষ্টির সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান।

Advertisement

ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন বজ্রপাতে যুবকের মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

জিতু কবীর/এসআর/জেআইএম