বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে টানা তিন দিনের ছুটি। ঈদে মিলাদুন্নবীর পর দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা।
Advertisement
বৃহস্পতিবার পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৯ ও ৩০ সেপ্টেম্বর) দুদিন সাপ্তাহিক ছুটি। তাই বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত (২৮-৩০ সেপ্টেম্বর) টানা তিন দিন ছুটি কাটাবেন সরকারি চাকুরেরা।
তিন দিন ছুটি উপলক্ষে অনেকেই গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন। বুধবার অফিস করে অনেকেই গ্রামের বাড়িতে ছুটবেন বলে জানা গেছে।
তিন দিনের ছুটি শেষে আগামী রোববার (১ অক্টোবর) অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
Advertisement
বুধবার বিকেলের পর রাজধানীর বাস, ট্রেন ও লঞ্চ স্টেশনগুলোতে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি ভিড় থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সড়ক পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার রাতের সব বাসের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।
সায়েদাবাদে বিভিন্ন গন্তব্যে বাসের টিকিট বিক্রি করা মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, সচরাচর বৃহস্পতিবার যাত্রীদের যে ভিড় হয়ে থাকে, তিন দিনের ছুটির কারণে সে ভিড়টা বুধবারই হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন গন্তব্যের বুধবার রাতের বাসের টিকিট সব বিক্রি হয়ে গেছে।
যাত্রীরা জানিয়েছেন, যাত্রীর চাপ বেশি থাকায় ভাড়াও কিছুটা বেড়েছে। তবে সায়েদাবাদ টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টারে দায়িত্ব পালনকারী ব্যক্তিরা জানিয়েছেন, ভাড়া বেশি নেওয়া হচ্ছে না। অন্যান্য সময় যাত্রী কম থাকায় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়া হয়। এখন সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে।
আরএমএম/এমএইচআর/জেআইএম
Advertisement