ধর্ম

ব্যথা থেকে মুক্তি লাভের দোয়া

মানুষের শরীরে সময় সময় ব্যথা বেদনা অনুভব হয়। এ ব্যথা বেদনা থেকে পরিত্রাণে হাদিসে এসেছে গুরুত্বপূর্ণ আমল ও দোয়া। যা তুলে ধরা হলো-হজরত ওসমান ইবনে আবুল আছ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একবার তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট বেদনার (ব্যথা) অভিযোগ করলেন, যা তিনি শরীরে অনুভব করছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, তুমি তোমার বেদনার জায়গায় হাত রাখ এবং তিন বার বিসমিল্লাহ বল এবং সাত বার বল-উচ্চারণ : `আউজু বিইযযাতিল্লাহি ওয়া ক্বুদরাতিহি মিন সাররি মা আঝিদু ওয়া উহাজিরু।` (মুসলিম, মিশকাত)অর্থ : আল্লাহ প্রতাপ ও তাঁর ক্ষমতার নিকট আশ্রয় চাচ্ছি এবং ঐ বস্তু হতে, যা অনুভব করছি ও আশংকা করছি, তার অনিষ্ট হতে।সুতরাং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিখানো এ দোয়া এবং আমলটি করে  ব্যথা বেদনায় থেকে আরোগ্য লাভ করি। আল্লাহ আমাদের এ আমলটি করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/পিআর

Advertisement